বিয়ের দাবিতে অনশনে কিশোরী, আত্মহত্যার হুমকি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৪, ০৬:৩৫ পিএম

বিয়ের দাবিতে অনশনে কিশোরী, আত্মহত্যার হুমকি

ছবি: সংগৃহীত

যতক্ষণ পর্যন্ত শাহীন ততক্ষণ পর্যন্ত তার বাড়ির সামনে অনশন চালিয়ে যাবে এক কিশোরী।

বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে পটুয়াখালীর বাউফলের কালাইয়া ৩ নং ওয়ার্ডের ছুমির উদ্দিন হাওলাদার বাড়ির সামনে উপস্থিত হয়ে এমন দাবিই জানিয়েছে সে।

প্রায় চার বছর ধরে ছুমির উদ্দিন হাওলাদার বাড়ির জসীম হাওলাদারের ছেলে শাহীনের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় ১৭ বছর বয়সের ওই তরুণীর। সূত্র জানায়, বিয়ের আশ্বাস দিয়ে শাহীন তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই তরুণী। দুই মাস আগে সামাজিক লজ্জার ভয় দেখিয়ে ও দ্রুত বিয়ের আশ্বাস দিয়ে বাউফল পৌর শহরে নিয়ে অ্যাবর্শন (গর্ভাবস্থায় ভ্রূণ হত্যা) করায় শাহীন।

সন্দেহের শুরুটা এরপর থেকেই। শাহীন দুরত্ব বজায় রাখতে শুরু করে। একপর্যায়ে শাহীন সাফ জানিয়ে দেন, এখন তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এ কথা শোনার পর ভীষণ মুষড়ে পড়ে ওই কিশোরী। এরপর গতকাল বৃহস্পতিবার শাহীনের বাড়ির সামনে গিয়ে অনশন করতে থাকে সে। শাহীনকে জীবনসঙ্গী হিসেবে না পেলে আত্মহত্যারও হুমকি দিতে থাকে ওই কিশোরী।

ভুক্তভোগী কিশোরী সাংবাদিকদের বলেন, “আমি শাহীনের স্ত্রী হতে চাই। আর তা না হলে আত্মহত্যা করবো।”

এদিকে ওই কিশোরী আসার খবর পেয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান শাহীন। তার মা শাহনাজ বেগম বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে আমার বাড়িতে মেয়েটি আসে। ঘটনার কিছুই আমার জানা নেই। ছেলে (শাহীন) বাড়িতে এলে তার মুখে সব জেনে ব্যবস্থা নেওয়া হবে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, “খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!